মোটরসাইকেল দুর্ঘটনায় দুই নারী নিহত

ডেস্ক রিপোর্ট ◑  রাজধানীর বনানীর সেতু ভবনের সামনে মোটরসাইকেল (স্কুটি) দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার দিনগত রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের একজনের নাম দুলদানা আক্তার কচি। তিনি পার্ল ইন্টারন্যাশনালের টেরিটরি অফিসার। অপরজনের নাম সোনিয়া। তিনি ভোলার মাছদেলছড়িয়ার রুহুল আমিনের মেয়ে।

বনানী থানার এসআই আফজাল জানান, রাত দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্কুটি সড়কের ওপর পড়ে থাকতে দেখি। স্কুটির নম্বর প্লেট (ঢাকা মেট্রো হ ২৪-৪২৮৩) ওপরে প্রেস লেখা রয়েছে। তবে তারা সাংবাদিক নন বলে ধারণা করা হচ্ছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ওই দুই নারীকে গুরুতর আহত অবস্থায় ঢামেকে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও খবর