মহাত্মা গান্ধী এ্যাওয়ার্ড পেলেন এনজিও সংস্থা স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমা

সংবাদ বিজ্ঞপ্তি ◑

এনজিও ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য এনজিও সংস্থা স্কাসের চেয়ারম্যান জেসমিন প্রেমা ভারতের মহাত্মা গান্ধী এ্যাওয়ার্ডে ভুষিত হলেন।

গত ১৬ ফেফ্রয়ারী কলিকাতায় ভারত-বাংলাদেশ সম্প্রীতি উৎসবে সারস্বত ও শ্রুতিবৃত্তের যৌথ আয়োজনে অনুষ্টিত অনুষ্টানের মাধ্যমে তাকে এ সন্মানে ভুষিত করা হয়।

অনুষ্টানে স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমা ছাড়াও দুই বাংলার নামী ব্যক্তিদের এ্যাওয়ার্ড প্রধান করা হয়।

কলিকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়ামে অনুষ্টিত এ্যাওয়ার্ড অনুষ্টানে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্রোপধ্যায়,মন্ত্রী শশী পাঞ্জা,মন্ত্রী অরুপ বিশ্বাস, মেয়র ববি হাকিম,বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান, কবি বিথী চট্রোপধ্যায়,অভিনেত্রী অপরাজিতা আঢ্য, একুশে পদকপ্রাপ্ত পংকজ সাহা,আইসিসি আর পরিচালক গৌতম দে সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আরও খবর