প্রেস বিজ্ঞপ্তি ◑
সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সাংবাদিকদের অনুপ্রেরণার বাতিঘর বলে মন্তব্য করেছেন কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
তিনি বলেন, ‘সব জায়গায় দেখা যায় একজন মানুষ মারা যাওয়ার পর তঁার স্মরণে বিভিন্ন আয়োজন হয়। কিন্তু সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এমন একজন মানুষ যার জীবদ্দশায় ক্রীড়াসহ নানা আয়োজন করা হয়। এর থেকে স্পষ্ট বুঝা যায়, কক্সবাজারের সাংবাদিক জগতের জন্য তিনি কি পরিমাণ অবদান রেখেছেন। কাজেই এমন সফল এবং সৌভাগ্যবান মানুষ খুব কমই হয়।’
পুলিশ সুপার বলেন, ‘মোহাম্মদ নুরুল ইসলাম এমন একজন মানুষ যিনি কক্সবাজারের সাংবাদিকতাকেই তুলে আনেননি, তিনি মুক্তিযুদ্ধেরও সংগঠক। যে মানুষটি মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন, তিনি আবারও সাংবাদিকতায় একটি সুন্দর ক্ষেত্র তৈরী করেছেন। তিনি যেমন আদর্শবান দেশপ্রেমিক, তেমনি সন্তানেরাও তঁার আদর্শ ধারণ করে জীবন গঠন করেছে। আমি সম্পাদকের দুই সন্তানকে ব্যক্তিগতভাবে জানি।
এরমধ্যে মোহাম্মদ নজিবুল ইসলাম পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বপালন করেও জীবনযাপন করেন খুবই সাধারণ। রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হবে যেন একটি পিঁপড়াও টের পাইনি। আরেকজন মোহাম্মদ মুজিবুল ইসলামও খুবই আদর্শ এবং নীতিবান একজন সাংবাদিক। সম্পাদক নুরুল ইসলামের মত মানুষ আজীবন সবার কাছে অনুকরণীয় হয়ে থাকে।’
মঙ্গলবার কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের আয়োজনে কক্সবাজার প্রেসক্লাব মাঠে শুরু হয়েছে ‘সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ব্যাডমিন্টন টুর্নামেন্ট’। উক্ত টুর্নামেন্টের উদ্বোধক এবং প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টুর্নামেন্টে সহযোগিতা করছে কক্সবাজার প্রেসক্লাব।
পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, সাধারণ মানুষের পর পুলিশের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সাংবাদিকদের। সাংবাদিকরা জাতির দর্পন।
সাংবাদিকদের তথ্যবহুল লেখনি সমাজ থেকে মাদক, সন্ত্রাসসহ সব ধরণের অপরাধ রোধ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়ক হয়। তাই আমরা যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করি, তাহলে কোন অপরাধ থাকতে পারে না। সব অন্যায়-অসঙ্গতি দূর করা সম্ভব।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের। সঞ্চালনা করেন কক্সবাজার প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু। স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজওয়ান আহমেদ, বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আয়াছুর রহমান ও বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী এবং দৈনিক কক্সবাজারের পরিচালনা সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে কক্সবাজারে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-