উখিয়ার সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ◑

দেশকে দূর্নীতিমুক্ত করতে হলে সততা সংঘের মাধ্যমে, সততা প্রতিষ্টায় কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে উদ্বুদ্ধকরণ করতে হবে।

আজকে যারা স্কুলে পড়ছে তারাই একদিন দেশের চালিকা শক্তি হবে। তাই এসব ক্ষুদেদের প্রতি আমরা যত্নবান হই, পাশাপাশি তাদের মমন বিকাশে আমরা বড়রা এগিয়ে আসি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বেলা দেড়টার দিকে উখিয়ার সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে সততা ষ্টোর উদ্বোধনকালে বক্তরা এসব কথা বলেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সততা ষ্টোরের প্রধান সমন্বয়ক মিলন কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন দূর্নীতি দমন কমিশনের কক্সবাজারস্হ পিপি এডভোকেট মোঃআবদুর রহিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাছির উদ্দীন, উখিয়া দূর্নীতি প্রতিরোধ কমিটির প্রভাবশালী সদস্য সাংবাদিক দীপন বিশ্বাস।
অনুষ্ঠানে সততা ষ্টোরের মূল উদ্যোক্তা দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। স্কুলে সততা ষ্টোর প্রতিষ্টায় উক্ত কমিশন ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
সততা ষ্টোর পরিচালনার জন্য উক্ত বিদ্যালয়ের শিক্ষক শামসুল আলম ভলু, বাবুল আবছার ও লুৎফুর নাহারকে দায়িত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, বিক্রেতাবিহীন এই সততা ষ্টোরের পন্য সামগ্রি ক্রয় করে নিদিষ্ট বক্সে টাকাটা পরিশোধ করবে ছাত্র-ছাত্রীরা।

আরও খবর