প্রায় অর্ধকোটি টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

টেকনাফ প্রতিনিধি ◑

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৯ হাজার ২২০ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব। আটক গুরা মিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরের ক্যাম্প ১১ এর ব্লক এ, ১৩ এর বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

রোববার বিকেলে হোয়াইক্যং বাজারের ব্রিজ সংলগ্ন সড়কের পূর্বপাশ থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, হোয়াইক্যং বাজার সংলগ্ন ব্রিজের পূর্বপাশে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গুরা মিয়াকে আটক করা হয়। তার সঙ্গে থাকা পলিথিনের একটি ব্যাগ ও দেহ তল্লাশি করে ৯ হাজার ২২০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় তার এক সহযোগী জাহিদ হোসেন পালিয়ে যায়।

ইয়াবার বাজার দাম ৪৬ লাখ ১০ হাজার টাকা। আটক গুরা মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও খবর