বলরাম দাশ অনুপম :
কক্সবাজার-টেকনাফ সড়কের লিংকরোড মুহুরী পাড়া এলাকা থেকে ৩০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রবিবার সন্ধ্যায় চলা এই অভিযানে ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ডাম্পার গাড়িও জব্দ করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক মিডিয়া এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান-মুহুরীপাড়াস্থ কেএম কমপ্লেক্স এন্ড রেসিডেন্স মার্কেটের সামনে র্যাবের চেকপোষ্ট পরিচালনার সময় একটি ডাম্পার গাড়ি থেকে নেমে পালানোর সময় দুই মাদক পাচারকারীকে আটক করে র্যাব সদস্যরা।
তারা হল-বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালার মোঃ মনসুর আলীর পুত্র মোঃ ফয়েজ উল্লাহ ও একই এলাকার মৃত রশিদ আহম্মেদের পুত্র মোঃ আব্দুল গফুর। পরে ওই ডাম্পারটিতে তল্লাশি চালিয়ে এবং আটক আসামীদের দেয়া তথ্যমতে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-