গত ৮ই ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়ার কুতুপালং এ অবস্থিত 2W শরণার্থী ক্যাম্পের বি-৩, এ ব্লক থেকে আনুমানিক সকাল ১০টায় ১২ বছর বয়সী মোহাম্মদ আনাস, পিতা: সাইফুল আমিন, মাতা: হামিদা, ১৩ বছর বয়সী মোহাম্মদ নুরুল আফসার, পিতা: সিকদার আলী ও মাতা: তৈয়বা বেগম, হারিয়ে যায়।
তাদের পিতা-মাতা দীর্ঘ ১৫ দিন যাবত অনেক খোজাখুজি করে এবং বিভিন্ন বিদেশি ও আন্তর্জাতিক এনজিওর দরখাস্ত হওয়া সত্ত্বেও সন্তানদের তারা খুঁজে পাইনি ।
অবশেষে ২৩শে ফেব্রুয়ারি রবিবার সন্তানদের অভিভাবকরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের আরটিসিসির মেন্টাল হেলথ সার্ভিস সেন্টারের শরণাপন্ন হয়।
তারপর রিজিওনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার (আরটিসিসি) এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ও সি সি)র যৌথ উদ্যোগে একান্ত পরিশ্রমের ফলে দুই শিশুকে কক্সবাজার খুরুশকুল রাস্তার মাথায় অবস্থিত এক ভাঙ্গারীর (হকারের) দোকান থেকে উদ্ধার করা হয় এবং তাদের পিতা মাতার কাছে হস্তান্তর করা হয়।
শিশু সুরক্ষাসহ পজেটিভ প্যারটিংও শিশুদের বিরুদ্ধে যেকোনো ধরনের যৌন বা সহিংসতার ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে এই রিজিওনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার। শিশুদের অভিভাবক ও আরটিসিসি র কর্মকর্তাবৃন্দ তাই এক্ষেত্রে শিশুশ্রমের বিরুদ্ধে সকলের অবস্থান দৃঢ় করার জন্য আহ্বান জানায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-