বিশেষ প্রতিবেদক ◑
কক্সবাজার শহরের কবিতা চত্বর এলাকা থেকে মো. আলম বাবুল (৪২) নামে এক মাদক কারবারীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল হতে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি অপারেশন মাসুম খান জানান, আজ রোববার ভোরে দুই মাদক কারবারীদলের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ শহরের কবিতা চত্বর এলাকায় গেলে মাদক কারবারীরা পালিয়ে যায়। এসময় পুলিশ তল্লাশী চালিয়ে গুলিবিদ্ধ এক মরদেহ একটি দেশীয় তৈরী অস্ত্র, ৩ রাউন্ড কার্টুজ ও ২শ পিচ ইয়াবা উদ্ধার করে।
পরে তার পরিচয় শনাক্তের পর জানা যায়, তার নাম মো. আলম ওরফে বাবুল মিয়া। সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া এলাকার মিয়া আহমদের পুত্র।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন থানায় অস্ত্র ও ইয়াবা কারবারের ৯টি মামলা রয়েছে। অপর ৩ ভাইসহ বাবুল মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিল। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-