কক্সবাজার চকরিয়া বাড়ির গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আকাশ দেব নাথ (১৭) নামে এক যুবকের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮ টায় চকরিয়া পৌরশহরে ৩নং ওয়ার্ডে হিন্দুপাড়া সেনাবাহিনীর ক্যাম্প সংলগ্ন নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক একই এলাকায় ৩নং ওয়ার্ডের মৃত মিলন দেব নাথের বড় ছেলে।
স্থানীয়রা জানান, সকাল বেলায় বাড়িতে ওই আকাশ একটি গাছের ডাল কাটার জন্য উঠে। এসময় গাছের পাশে থাকা বিদ্যুৎ লাইনের ৩৫ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চকরিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ জানান, মাত্র ১৭ বছর বয়সেও দুইটি সংসারের আয়ের উৎস ছিলো নিহত আকাশের। তার অকাল প্রয়াণে পুরো চকরিয়া জুড়ে বিদায় কান্নার সূর। নিরব কান্নায় বাকরুদ্ধ আমি ও।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-