রাজশাহীর দুর্গাপুরে মাদক বহনকারী একটি ট্রাককে ধাওয়া করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে র্যাবের একটি মাইক্রোবাস।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দেবীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে র্যাবের একজন কর্মকর্তাসহ তিন সদস্য আহত হয়েছেন।
আহতদের মধ্যে দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, র্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল রাত ১১টার দিকে মাদকদ্রব্য বহনকারী একটি ট্রাককে ধাওয়া করে। এসময় দেবীপুর এলাকায় র্যাবের মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।
এতে র্যাবের কর্মকর্তা মাইনুল ইসলামসহ তিনজন আহত হন। একই সময় ট্রাকটিও দুর্ঘটনার শিকার হয়। রাস্তায় বাঁক নিতে গিয়ে উল্টে পড়ে যায় ট্রাকটি।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশিদা বানু কণা বলেন, মাদক বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করে উদ্ধার অভিযান চালানো হয়। পরে রাত ২টার দিকে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা সম্ভব হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-