চট্টগ্রাম ◑ চট্টগ্রামে এক নারীর ভ্যানেটিব্যাগ তল্লাশী করে পাওয়া গেল ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোড বিআরটিসি বাস স্টেশনের শ্যামলী পরিবহনের কাউন্টারের সামনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে ইয়াবা পাচারকারী ছেনোয়ারাকে আটক করেছে।
আটক ছেনোয়ারা বেগম (৪০) কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকার মোক্তার আহমদের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্টো উপ অঞ্চলের পরিদর্শক মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিক্তিতে আজ দুপুর সাড়ে ১২টার থেকে ১টার মধ্যে স্টেশন রোড বিআরটিসি বাস স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে এক নারীর ভ্যানেটি ব্যাগের ভিতরে পলিথিনে মোড়ানো ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং উক্ত নারীকে আটক করা হয়েছে। আটকের পর তিনি স্বীকার করেছেন তিনি একজন মাদক পাচারকারী। টেকনাফ থেকে নিয়মিত ইয়াবা এসে চট্টগ্রামে বিক্রি করে। তার কাছ থেকে জব্দ করা ইয়বার মূল্য ১২ লাখ টাকা।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা এবং আসামীকে পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-