স্পোর্টস ডেস্ক ◑ মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহান। শুক্রবার সকালে নিজ গ্রাম কুষ্টিয়ার হোসেনাবাদ এলাকায় এক বন্ধুসহ বালুর ট্রাকের সাথে সংঘর্ষে ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি।
দুর্ঘটনার পর সোহানের বন্ধু জয়সহ দুজনকে ভর্তি করা হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা ঢাকায় নিয়ে যেতে বলেন সোহানকে। ঢাকা আনার পথেই মৃত্যু ঘটে তার।
গত ডিসেম্বরে বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের হয়ে নেপালে ১৩তম সাউথ এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন সোহান। একই সঙ্গে তিনি যুব হ্যান্ডবল দলেরও সদস্য ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-