ইমাম খাইর ◑
কক্সবাজার শহরে বেপরোয়া কান্ড ঘটিয়েছে প্রাইভেট কার চালক। হলিডে মোড় থেকে একে একে ৮ জনের মত পথচারীকে চাপা দিয়ে সটকে পড়ার আগে নিজেই দূর্ঘটনায় পতিত হলেন।
প্রত্যক্ষদর্শীরা ধাওয়া দিয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে এগারটার দিকে শহরের শহীদ সরণী সড়কের উত্তর পাশে ঘুনগাছ তলা থেকে কার চালককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশের হেফাজতে নেয়া হয়েছে ব্যবহারের কার গাড়িটিও। যার চট্ট মেট্রো-গ ১১-৬২৩০।
চালকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার বাড়ি চট্টগ্রামে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
তাদের সবাইকে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ রাত বারোটায় প্রাপ্ত খবরে আহত শিশুটি মারা গেছে বলে জানা গেছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি আবু মোঃ শাহজাহান কবির ঘটনার বিস্তারিত জেনে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী পুষ্প নিলয়ের স্বত্বাধিকারী মোঃ বাদশা জানান, বেপরোয়া গতিতে কালো রঙের একটি কার গাড়ি টমটম গাড়িকে ধাক্কা দিয়ে পালাতে চাইলে তিনিসহ স্থানীয়রা ব্যারিকেড সৃষ্টি করেন। এসময় রোড ডিভাইডারে ধাক্কা দিয়ে কারটি আটকে যায়। পরে পুলিশ এসে চালক ও কারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। চালককে প্রাথমিকভাবে মাদকাসক্ত বলে মনে করছে স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-