৬ রোহিঙ্গাকে সাজা

হাবিবুর রহমান সোহেল ◑
রামুতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) গোপন সংবাদের ভিক্তিতে ৬ রোহিঙ্গাকে আটক করেছেন।
১৯ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১ টার দিকে রামুর বাইপাস এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উখিয়া কুতুপালং শরনার্থী ক্যাম্পেের – ৬ ব্লক ১২ এর সুলতান আহম্মদের পুত্র রাইহাবুল্লা (২২) মোঃ আলীর পুত্র মোঃ রহিম উল্লাহ (১৭) ক্যাম্প নং d5 ৬ এর ব্লক a3/12 আহাম্মদ হোছাইনের পুত্র আবু বকর ছিদ্দিক (২৮) ৬ এর বক্ল ১১ ইউনুচ আহম্মদের ছেলে সব্বির আহম্মদ (১৯) ১১ ই ১৫ ওসমান আহম্মদের ছেলে ফোরকান (২০) আলী আহম্মদের পুত্র মোঃ জাবেদ (১৮) ব্লক ই ৭।
রামু থানা পুলিশের এএসআই সজিব বড়ুয়া জানান, আটককৃতদেরকে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমার আদালতে হাজির করা হলে, আদালত দঃবিঃ ১৮৬০ এর ১৮৮ ধারামতে, প্রত্যেক রোহিঙ্গাকে ১ মাস করে জেল দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা জানান, রোহিঙ্গাদের বিরুদ্ধে ধরপাক অব্যাহত থাকবে। কোন রোহিঙ্গা রামু এলাকায় পাওয়া গেলে, আইন শৃংখলা বাহিনীকে সোপর্দ্দ করার আহবান জানান ইউএনও রামু।

আরও খবর