হ্নীলা ইউনিয়ন শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন এড. মনিরুল ইসলাম

সংবাদ বিজ্ঞপ্তি ◑

বাংলাদেশ আওয়ামীলীগ হ্নীলা ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন এডভোকেট মনিরুল ইসলাম।

গত শনিবার (৮ ফেব্রুয়ারী) টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল বশর এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।

মনিরুল ইসলাম বলেন, ‘আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী। আমাকে বাংলাদেশ আওয়ামীলীগ হ্নীলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আমি আওয়ামীগের সভাপতি ও চেয়ারম্যান রাশেদ মাহমুদ অালী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট সবাইকে মুজিবীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি বাংলাদেশ আওয়ামীলীগ হ্নীলা ইউনিয়ন শাখাকে শক্তিশালী করার লক্ষ্য সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো।’ এবং তিনি তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে সবার দোয়া কামনা করেছেন।

আরও খবর