হামীম ফরহাদ সায়েম, উখিয়া ◑
উখিয়া উপজেলার অন্যতম ব্যাস্ততম হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা বাজারের ত্রী-মুখি হলদিয়া রোডে নির্মাণাধীন ভবনের রড, সিমেন্ট, বালি, কংকরসহ যাবতীয় কার্যাদি রাস্তার উপর রেখে কাজ চালায় ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ ও মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী।
বিগত দুইমাস ধরে নির্মাণাধীন ভবনের সকল কার্যক্রম ব্যাস্ততম হলদিয়া রোডে চলমান থাকলেও পথচারীদের চলাচলে বাঁধা সৃষ্টি না হওয়ার মতো কোনো পদক্ষেপই নেননি।
১৯ই ফেব্রুয়ারি বুধবার বিল্ডিংয়ের কাছে ব্যাবহৃত কংকর ভিজানোর সমস্ত পানি হলদিয়া রোডসহ কক্সবাজার-টেকনাফ সড়কে ওপর ছেড়ে দেয়। যার কারণে পানি মিশ্রণে কাদামাটিসহ সড়কে ভরপুর হয় এবং সাধারণ জনগণের পথচলা ও শিক্ষার্থীদের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে।
জনগণের পথচলায় অসুবিধা হওয়ার মতো কোনো ব্যাবসা এখনো নেননি উক্ত নির্মাণাধীন ভবনের মালিক ফজলে করিম।
সাধারণ মানুষের ভোগান্তি দূরীকরণ ও গাড়ি চলাচলের অনুপযোগী ব্যবস্থা গ্রহণ করার জন্য উখিয়া উপজেলার ইউএনও মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ জনগণ ড্রাইভার শিক্ষার্থীসহ নানা শ্রেণীর পেশাজীবী মানুষ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-