শাহজাহান খানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবী উখিয়ায়  মানববন্ধন

এম,এস রানা, উখিয়া ◑
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের নামে মামলা করায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে উখিয়া উপজেলার বিভিন্ন সংগঠনের পরিবহন শ্রমিকরা।

মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ইলিয়াস কাঞ্চনের কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন করেন তারা। গত ১৮ ফেব্রুয়ারি  মঙ্গলবার ঐতিহ্যবাহী কোটবাজার ষ্টেশন চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, ‘নতুন সড়ক পরিবহন আইন শ্রমিকবান্ধব নয়। এই আইন সংশোধন করে পরিবহন খাতকে বাঁচাতে হবে। পরিবহন খাত না বাঁচলে দেশের যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যাবে। অবিলম্বে শাহজাহান খানের নামে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।’

এ সময় তারা বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি ইলিয়াস কাঞ্চন বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের কেন নিবর ছিলো। তখন তো শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে সড়কে গাড়ি নিয়ে যাত্রী সেবা দিয়েছেন। এখন কিসের মোহে ইলিয়াস কাঞ্চন পরিবহন শ্রমিকদের প্রতি নাখোশ তা তদন্তকরে দেখতে হবে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উখিয়া থানা বহুমূখী মটর চালক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ শাহজাহান, সহ সভাপতি রহমত উল্লাহ,সাধারণ সম্পাদক সোলতান আহমদ,উপজেলা মিনি পিকআপ চালক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ ইসহাক,সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, অর্থ সম্পাদক জাহেদুল আলম বাবুল,ডাম্প ট্রাক সমিতির সাধারণ সম্পাদক এম,মন্জুর আলম,উপজেলা সিএনজি মালিক চালক সমবায় সমিতি লিঃ এর সভাপতি রুহুল আমিন, উপজেলা টমটম সমিতির সভাপতি ছলিম উল্লাহ বাহাদুর, শ্রমিক নেতা কামাল উদ্দিন ও মোঃ ইসমাইল।

আরও খবর