কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ইয়াবাসহ আটক ২

প্রাইভেট কার নিয়ে ইয়াবা ট্যাবলেট পাচারকালে কক্সবাজার রামু হাইওয়ে পুলিশ দুই পাচারকারীকে আটক করে কারাগারে প্রেরণ করেছে।

পাচারকারীরা হলেন মো. রাসেল মোল্লা (২২) ও সুমন মোল্লা (৪৫)। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে সকাল ১১ টার দিকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে রামু ক্রসিং হাইওয়ে থানাধীন জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান নামক স্থানে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি প্রাইভেটকার তল্লাশী করে। তল্লাশীর এক পর্যায়ে গাড়িতে ১৯৫০ পিচ ইয়াবা ট্যাবলেট পান পুলিশ। পরে গাড়িতে থাকা চালকসহ দুইজনকে আটক করা হয় এবং প্রাইভেট কার জব্দ করা হয়। যার নাম্বার (ঢাকা মেট্রো-খ-১১-৮১২২)।

এ বিষয়ে রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু আব্দুল্লাহ জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে মঙ্গলবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

আরও খবর