কলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই। মঙ্গলবার ভোরে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। দীর্ঘদিন ধরে তাপস পাল নার্ভের রোগ ও অনিদ্রাজনিত রোগে ভুগছিলেন। খবর আনন্দবাজার পত্রিকার।
তরুণ মজুমদার পরিচালিত ‘দাদার কীর্তি’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে রূপালি পর্দায় অভিষেক হয় এই অভিনেতার। তখন তার বয়স ছিল মাত্র ২২ বছর। তাপস পাল অভিনীত জনপ্রিয় ছবির মধ্যে ‘গুরুদক্ষিণা’, ‘সাহেব’, ‘ভালবাসা ভালবাসা’ অন্যতম।
২০০৯-এ তৃণমূল কংগ্রেসের টিকিটে কৃষ্ণনগর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এই গুণী অভিনেতা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-