এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া ◑
কক্সবাজারের চকরিয়ায় জায়গা-জমির সীমানা বিরোধ নিয়ে শালিশী বৈঠক চলাকালে প্রতিপক্ষের লোকজন সন্ত্রাসী হামলা চালিয়ে একই পরিবারের ৫ সদস্যকে কুপিয়ে জখম করেছে। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমাবার (১৭ ফের্রুয়ারি) সকালে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগিরখিল গ্রামে এ ঘটনা ঘটে।
সন্ত্রাসী হামলায় আহতরা হলেন, ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগিরখিল গ্রামের মৃত ডা. আবু তাহেরের স্ত্রী রহিমা আক্তার, দুই ছেলে আবু দরদা ও আব্দুল্লাহ আল নোমান মেয়ে হাবিবা খানম শামীম ও নোমানের অন্তসত্ত্বা স্ত্রী ইয়াছমিন আক্তার।
এ হামলার ঘটনার জন্য একই গ্রামের মৃত ফয়েজ আহমদের ছেলে বখতিয়ার উদ্দিন ভুট্টো ও তার স্ত্রী লিপি বেগমসহ অন্যান্যদের দায়ী করেছেন আহত পরিবারের সদস্যরা।
জানা যায়, ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগিরখিল গ্রামের বাসিন্দা ডা. আবু তাহেরের সাথে বসতভিটার সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল তার ভাগিনা বখতিয়ার উদ্দিন ভুট্টোর পরিবারের সাথে। সম্প্রতি ডা. আবু তাহের মারা গেলে এই সুযোগে বিরোধীয় জমিতে বাউন্ডারি ওয়াল নির্মানের কাজ শুরু করেন ভাগিনা বখতিয়ার উদ্দিন ভুট্টো। এ সময় ডা. আবু তাহেরের পরিবারের সদস্যরা তাতে বঁাধা দিলে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিশী বৈঠকের ব্যবস্থা করা হয়।
সোমবার (১৭ ফের্রুয়ারি) সকালে অনুষ্ঠিত ওই শালিসী বৈঠকে ডা. আবু তাহেরের ছেলে আবু দরদা ও আব্দুল্লাহ আল নোমান উপস্থিত হলে তাৎক্ষনাত প্রতিপক্ষ বখতিয়ার উদ্দিন ভুট্টো, তার স্ত্রী লিপি বেগম, স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন, তার ছেলে মামুন, ওমর ফারুক ও ওবায়দুলের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী দা, ছুরি, কিরিচ ও হাতুড়ী দিয়ে তাদের উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। এ সময় আবু দরদা ও আব্দুল্লাহ আল নোমানকে উদ্ধারে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের উপরও হামলা চালায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তাদের মধ্যে আবু দরদা ও আব্দুল্লাহ আল নোমানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রেজাউল করিম বলেন, আবু দরদা ও আব্দুল্লাহ আল নোমানের গলায় ও চোখে মারাত্মক জখম হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত অন্যান্যরা হাসপাতালে হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন বলেও জানান তিনি।
এদিকে সন্ত্রাসী হামলা চালিয়ে একই পরিবারের ৫জনকে কুপিয়ে জখমের ঘটনায় বখতিয়ার উদ্দিন ভুট্টোসহ ১০-১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ডা. আবু তাহেরের অপর ছেলে চকরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল আরমান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-