রক্তমাখা প্যান্টে ধরা পড়লো খুনিরা

রাইজিংবিডি : ঢাকার সন্নিকটে আশুলিয়ায় চাঞ্চল্যকর বাবু হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব।

রোববার রাতে খুনের সঙ্গে সরাসরি জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সকালে র‍্যাব হেডকোয়ার্টারের এক বার্তায় জানানো হয়, ঘটনার পর থেকে খুনিদের গ্রেপ্তারে ছায়া তদন্তে নামে র‍্যাব। আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি রক্তমাখা প্যান্ট উদ্ধার করা হয়।

পরে রক্ত থেকে রাসায়নিক পরীক্ষার মাধ্যমে এক পর্যায়ে তিনজনের বিষয়টি নিশ্চিত হয়। এরপরই ওই তিনজনকে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, ১৩ ফেব্রুয়ারি আশুলিয়া এলাকায় বাবু নামে একজনকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করা হয়।

আরও খবর