ডেস্ক রিপোর্ট ◑ যশোরের চৌগাছায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তাদের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের হাউলি গ্রাম থেকে আটক করা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন মহিনুর ইসলাম (৩৭) ও তার স্ত্রী সামিরা খাতুন (৩৫)।
ওসি রিফাত খান রাজীব জানান, সকাল সাড়ে ৬টার দিকে পাশাপোল ইউনিয়নের হাউলি গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় ওই গ্রামের তেলাওয়াত হোসেনের ছেলে মহিনুরকে একটি ৭ দশমিক ৬৫ পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।
পরে স্বীকারোক্তি অনুযায়ী তার ঘরে অভিযান চালানো হয়। সেখান থেকে মহিনুরের স্ত্রী সামিরা খাতুনকে গ্রেফতার এবং তার কাছে থাকা ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওসি জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-