টেকনাফ প্রতিনিধি : টেকনাফে অভিযান চালিয়ে ৯ হাজার ৯৪০ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১৫।
আটক হলেন, হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকার মৃত আব্দুস সালাম কোম্পানির ছেলে মোঃ আনোয়ার পারভেজ (৪৮)।
শনিবার রাতে হোয়াইক্যং বাজারের ব্রীজ সংলগ্ন সড়কের পূর্বপাশ থেকে ইয়াবা সহ তাকে আটক করা হয়।
রবিবার রাতে এ তথ্যটি নিশ্চিত করেছেন, কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বাজারের ব্রীজ সংলগ্ন পাকা রাস্তার পূর্ব পার্শ্বে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয় বিক্রয়ে উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
তার হাতে থাকা পলিথিনের একটি ব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৯৪০ ইয়াবা উদ্ধার করা হয়। ঔই সময় তার দুই সহযোগী নুর হোসেন ও অজ্ঞাত একজন পালিয়ে যায়। যার ইয়াবার আনুমানিক মূল্য ৪৯ লাখ ৭০ হাজার টাকা।
উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যহৃত রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-