কক্সবাজার জার্নাল ডটকম ◑
কক্সবাজারের উখিয়ার সিনিয়র সাংবাদিক, উখিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদের শুভ জন্মদিন আজ।
তিনি ১৯৭৪ সালের ১৬ ফেব্রুয়ারী উখিয়ায় জন্মগ্রহণ করেন।
গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ ফারুক আহমদ কক্সবাজারের সাংবাদিকতায় অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে সংযোজন ভিন্ন মাত্রা।
সংবাদ পরিবেশনের মাধ্যমে জনমত সৃষ্টি ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে লিখে যাচ্ছেন তিনি।
সাংবাদিক ফারুক আহমদ কক্সবাজার থেকে প্রকাশিত প্রথম পত্রিকা দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক যায়যায়দিন, বাংলাদেশ বেতার ও ইংরেজি দৈনিক ডেইলী নিউ ন্যাশন এর উখিয়া প্রতিনিধি ও জনপ্রিয় অনলাইন পোর্টাল কক্সবাজার জার্নাল ডটকম সহ বিভিন্ন অনলাইনে কাজ করে যাচ্ছেন।
সংবাদ সংগ্রহের পাশাপাশি আলোকচিত্রও ধারণ করতে পছন্দ করেন তিনি। ফিচার এবং সংবাদের সাথে সংযোজিত তার তোলা ছবিগুলো অভূতপূর্ব।
জন্মদিনের বিশেষ আয়োজন সম্পর্কে তিনি বলেন, কোন আয়োজন নেই। করি না। কেউ করলে ভালো লাগে না। এই যে জন্ম, আসা, কি হলো, কি করতে পারলাম। চারপাশে কত মুগ্ধ মানুষ। মেধাবী মানুষ। তাদের তুলনায় আমি কিছুই না। শুণ্য। অবাক লাগে। একটা জীবন পেলাম। কিছুই হলো না। হতে পারলাম না। আফসোস।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-