গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
গত ১২ (ফেব্রুয়ারি) বঙ্গোপসাগরে ১৩৮জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনায় সেন্টমার্টিন সাগর উপকুল থেকে ভাসমান অবস্থায় নাম না জানা আরো এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
তথ্য সূত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সকাল থেকে রাতে সাড়ে ৮টার মধ্যে সাগরে ভেসে উঠা এক নারী ও এক পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে সেন্টমার্টিন কোস্টগার্ড।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে টেকনাফে দায়িত্বরত স্টেশন কমান্ডা লেঃ এম সোহেল রানা কক্সবাজার জার্নালকে জানান, সাগেরে ট্রলারডুবির ঘটনায় গত কয়েক দিনের ব্যবধানে সর্বমোট ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর ৭৩জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সকালে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিনের থেকে ৩-৪ নটিক্যাল মাইল পূর্ব-দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে একটি ট্রলার পানিতে ডুবে যায়।
পরে মাছ ধরার জেলেদের মাধ্যমে খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।
উক্ত অভিযানে এই পর্যন্ত কোস্টগার্ড সদস্যরা ১৮টি মৃতদেহ ও ৭৩জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। পাশাপাশি ঘৃর্ণ্য মানব পাচার কাজে জড়িত থাকার অপরাধে পুলিশ ও কোস্টগার্ড সদস্যদের অভিযানে সর্বমোট ১০ দালালকে আটক করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-