টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম শামসুদ্দিন আহমদের ২য়পুত্র ও ব্যাংক কর্মকর্তা হামিদ উল্লাহ স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
১৫ই ফেব্রæয়ারী সকাল ১১টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টেকনাফ বাহারছড়ার বাসিন্দা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম শামসুদ্দিন আহমদের ২য়পুত্র,আল আরফা ব্যাংক টেকনাফ শাখার প্রিন্সিপল অফিসার মোঃ হামিদ উল্লাহ (৪৮) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। গতরাতে কক্সবাজারস্থ বাসা হার্টস্ট্রোকে আক্রান্ত হলে তাকে দ্রæত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে জরুরী বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন সে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ত্রী, ৪মেয়ে, মা, ২বোন, ৪ভাই, সহকর্মী, আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিকাল ৩টায় কক্সবাজারে ১ম জানাজার পর বিকালে গ্রামের বাড়িতে এনে জানাজা শেষে দাফন করা হবে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেছেন।
এইদিকে সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা শামসুদ্দিনের গর্বিত পুত্র ব্যাংক কর্মকর্তা হামিদ উল্লাহর মৃত্যুতে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, পেশাজীবি, সহকর্মী, সংবাদকর্মীসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-