মেরিনড্রাইভ সড়কে সিএনজি-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক ◑

কক্সবাজারের মেরিনড্রাইভে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালক নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও তিনজন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মেরিনড্রাইভের রামুর দরিয়ানগর অংশে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম আতিক উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান,মেরিন ড্রাইভের রামু উপজেলার দরিয়া নগর অংশে সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক নিহত হয়। গুরুতর আহত অবস্থায় আহত আরও তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

আরও খবর