নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজারের মেরিনড্রাইভে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালক নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও তিনজন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মেরিনড্রাইভের রামুর দরিয়ানগর অংশে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম আতিক উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান,মেরিন ড্রাইভের রামু উপজেলার দরিয়া নগর অংশে সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক নিহত হয়। গুরুতর আহত অবস্থায় আহত আরও তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-