সাগরে ট্রলার ডুবির ঘটনায় আরোএক রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑ 
গত ১২ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে ১৩৮জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনায় সেন্টমার্টিন সাগর উপকুল থেকে ভাসমান অবস্থায় নাম না জানা আরো এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

তথ্য সূত্রে জানাযায়, ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধার দিকে সাগর উপকুলে ভেসে উঠা এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর সেন্টমার্টিনে দায়িত্বরত স্টেশন কমান্ডার লে. এসএম জাহিদুল ইসলাম জানান, ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর ৭৩জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সকালে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিনের থেকে ৩-৪ নটিক্যাল মাইল পূর্ব-দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে একটি ট্রলার পানিতে ডুবে যায়। পরে মাছ ধরার জেলেদের মাধ্যমে খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।

উক্ত অভিযানে কোস্টগার্ড সদস্যরা ১৫টি মৃতদেহ ও ৭৩জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পাশাপাশি এঘটনার সাথে জড়িত থাকার অপরাধে কোস্টগার্ড ও পুলিশ সদস্যদের অভিযানে মানব পাচারে জড়িত ১০ দালালকে আটক করা হয়েছে।

আরও খবর