টেকনাফ প্রতিনিধি ◑
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দুই দালালসহ ১২ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ১২ রোহিঙ্গাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ক্যাম্পে পাঠানো হবে।
এদিকে মানব পাচারকারী ইউনুচ মাঝিকে (৪০) আটক করেছে পুলিশ। তিনি টেকনাফ সদরের মিঠাপানির ছড়া এলাকার বশির আহম্মদের ছেলে। ইউনুচ গত মঙ্গলবার ভোরে সেন্টমার্টিনে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় মামলার পলাতক আসামি বলে জানিয়েছেন টেকনাফের বাহারছড়া ফাঁড়ির পুলিশ পরির্দশক মোহাম্মদ লিয়াকত আলী। প্রসঙ্গত, গত মঙ্গলবার ১৩৮ যাত্রী নিয়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে একটি ট্রলার ডুবে যায়। এতে ১৫ জন নিহত হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-