মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া ৭৩ রোহিঙ্গা নারী-পুরুষকে স্ব-স্ব ক্যাম্পে হস্তান্তর

ফলোআপ——-গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑ 
সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের অদুরে গভীর বঙ্গোপসাগরে গত ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালের দিকে সাগরে ট্রলারডুবির ঘটনায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া এবং জীবিত উদ্ধার হওয়া মালয়েশিয়াগামী ৭৩জন রোহিঙ্গাকে স্ব-স্ব-ক্যাম্পে হস্তান্তর করেছে পুলিশ।

তথ্য সূত্রে জানাযায়, আইনি কার্যক্রম শেষ করে অবশেষে ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে
বৃহস্পতিবার দুপুরে তাদের স্ব-স্ব রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তর করেছে। মালয়েশিয়াগামী এই রোহিঙ্গা নারী-পুরুষদেরকে নিজ গন্তব্য স্থানে পৌছে দেওয়ার জন্য থানা পুলিশের একটি দল বেশ কয়েকটি গাড়িতে করে তাদেরকে সাথে নিয়ে রওয়ানা দেয়।

পুলিশ সূত্রে জানাযায়, টেকনাফ হ্নীলা ইউনিয়ন শালবাগান,লেদা,নয়াপাড়া এলাকার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে ১২জন, বাহাছড়া শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে ৩জন, উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে ৫৮জনকে হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ট্রলার ডুবির ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ৭৩জন নারী-পুরুষ দুইদিন যাবত পুলিশ হেফাজতে ছিল। অবশেষে আইনী প্রক্রিয়া শেষ করার পর তাদের প্রত্যেককে নিজ ক্যাম্পে পৌছে দেওয়া হয়েছে।

আরও খবর