টেকনাফে পর্যটকবাহীবাস কেড়ে নিলো শিশু শিক্ষার্থীর প্রাণ

টেকনাফের হ্নীলা এলাকায় পর্যটকবাহী সরাসরি স্পেশাল সার্ভিস এক বাসের ধাক্কায় তাসনুর সোলতানা (৭) নামের ফুটফুটে একটি শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের হ্নীলা দক্ষিণ নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার নুরুল বশরের মেয়ে।

এই ঘটনায় হাইওয়ে পুলিশ বাসসহ চালক ও হেলপারকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নুরানী মাদ্রাসায় যাওয়ার পথে পর্যটকবাহী ওই বাসটি মেয়েটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়।
বাসটি অত্যন্ত বেপরোয়া গতিতে চালানো হয় প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনাস্থলে থাকা হাইওয়ে পুলিশ উপ-পরিদর্শক হারুন জানান, নিহত শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

আরও খবর