উখিয়া থানার নতুন ওসি মর্জিনা আক্তার মরজু

নিজস্ব প্রতিবেদক ◑

উখিয়া থানায় নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ওসি মর্জিনা আকতার মরজুকে। মর্জিনা আকতার মরজু জেলার প্রথম নারী ওসি। তিনি কক্সবাজার জেলা ডিটেক্টিভ ব্রাঞ্চে (ডিবি) কর্মরত ছিলেন। বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান নিশ্চিত করেছেন।

মর্জিনা আকতার মরজু উখিয়ার বর্তমান ওসি আবুল মনসুরের স্থলাভিষিক্ত হবেন।

আরও খবর