কক্সবাজার জার্নাল ডটকম ◑
উখিয়ার কোটবাজার স্টেশনের দক্ষিণে গ্যাস পাম্প এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী আবদুল হাকিম (২৭) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এসময় আরো এক আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে উখিয়া হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে এ মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার আলতাফ মিয়ার পুত্র। সে পেশায় একজন টমটম চালক ছিলেন। তাৎক্ষনিকভাবে আহত যুুুবকের পরিচয় জানা যায়নি।
জানা যায়, মোটর সাইকেলযোগে কোটবাজার থেকে বাসায় যাওয়ার সময় পিছন দিয়ে আসা উখিয়ামুখী একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে হাকিম ঘটনাস্থলেই নিহত হয়েছে।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবক বাসায় ফেরার জন্য মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময়ে পিছন দিয়ে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে নিহত হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-