উখিয়ায় ১০ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক ◑

কক্সবাজারে উখিয়ার মরিচ্যা সেতুনি পাড়া এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে।

আজ সোমবার  (১০ জানুয়ারি) পৌনে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার সেতুনি পাড়া বটতলী এলাকায় এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৯ লক্ষ ৯৫ হাজার টাকা। আটককৃত রোহিঙ্গা মহিলা হলেন মমতাজ বেগম (২৫)। তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এ -ব্লকের বাসিন্দা নুরুল আমিনের স্ত্রী।

র‌্যাবের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস নোটে এসব তথ্য জানানো হয়।

উখিয়া থানার তদন্ত ওসি নুরুল ইসলাম সত্যতা স্বীকার করেন। সোমবার বিকালে আটককৃত রোহিঙ্গা নারীকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর