মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
এনজিও ব্র্যাকের গাড়ী চালক শিবু দাশ ওরফে শুভ ও এরশাদ নামের ব্রাকের জ্যাকেট (কুটি) গায়ে দিয়ে ডিবি পরিচয়ে মেরিন ড্রাইভে ছিনতাই করাকালীন হাতেনাতে গ্রেফতার হয়েছে।
সোমবার ১০ ফেব্রুয়ারি ভোররাত থেকে সকাল ১০ টা পর্যন্ত রামু থানার হিমছড়ি ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে তাদের গাড়ি সহ আটক করা হয়েছে। একইসাথে তাদের চালিত ব্র্যাক এনজিও’র এক্স নোহা মডেলের ২টি গাড়িও পুলিশ আটক করেছে। বিষয়টি হিমছড়ি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আতিক নিশ্চিত করেছেন।
ধৃত ব্র্যাকের ড্রাইভারদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাসাদে বলেছে, তারা ব্রাকের জ্যাকেট পরে সংঘবদ্ধ একটি বড় সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এ ছিনতাই কাজ করে আসছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-