শাহেদ মিজান :
কক্সবাজার শহরের আলিরজাঁহাল এলাকা থেকে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করেন। মৃত শ্রমিকের পরিচয় জানা যায়নি।
সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজান কবির জানান, ওই এলাকার একটি বহুতল ভবন নির্মাণ করছিলো শ্রমিকেরা। তারা ওই ভবনের নিচে রাত্রী যাপন করতো। রোববার রাতে সাতজন শ্রমিক প্রতিদিনের মতো ঘুমায়। কিন্তু সকালে ওই শ্রমিকের ঘুম ভাঙেনি। বিষয়টি ভবনের মালিক পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ওই শ্রমিককে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, মৃত্যুর কারণ জানতে মৃত শ্রমিকের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদনে বিস্তারিত জানা যাবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-