একই রকম দেখতে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!

অনলাইন ডেস্ক ◑  ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় একই রকম দেখতে যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে আলোড়নের সৃষ্টি হয়েছে। শনিবার তাদের বৌভাতের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে জেলার ফুলপুর উপজেলার শালিয়াকান্দা গ্রামে যমজ বোনদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

জানা গেছে, উপজেলার বালিয়া ইউনিয়নের শালিয়াকান্দা গ্রামের হাবিবুর রহমান ওহাবের যমজ মেয়ে তৃণা আর তৃষার সঙ্গে তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের কাকনী গ্রামের রেজাউল করিম হাদী সরকারের যমজ ছেলে লিমন সরকার ও রিপন সরকারের বিয়ে হয়।

যমজ মেয়ের বাবা হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, আল্লাহর ইচ্ছায় সব সম্ভব হয়েছে। মেয়েদের সুখের জন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থী।

এ দিকে, যমজ বরদের বাবা রেজাউল করিম জানান, ছোটকাল থেকেই আমার ও আমার স্ত্রীর ইচ্ছে ছিল- যমজ ছেলেদের সঙ্গে যমজ মেয়েদের বিয়ে দেবে। আল্লাহ আমাদের ইচ্ছে পূরণ করছে। ছেলের বউদের নিজের মেয়ের মতোই দেখব।

আরও খবর