সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
মানবিক সহযোগিতায় মিয়ানমার থেকে আশ্রিত রোহিঙ্গাদের অসহায়ত্ব কাজে লাগানোর চেষ্টা করবে জঙ্গিগোষ্ঠীরা। তাই সবার আগে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার শহীদ দৌলত ময়দানে হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
নওফেল বলেন, ‘আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক একটি সরকার। এ সরকারের আমলে সকল ধর্মের মানুষ নিরাপদ ও সুযোগ সুবিধা পায়। আর অন্য সরকারের নেতৃত্ব পাঠ্যপুস্তকেও সাম্প্রদায়িকতা জাগিয়ে রাখে। তাই বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারবাসীকে অন্য দৃষ্টিতে দেখেন। তাই এতো উন্নয়ন কর্মযজ্ঞ কক্সবাজারে চলছে। আগামীতে আরও উন্নয়নের আওতায় আসবে এ জেলা। তাই সবাইকে একযোগে আওয়ামী লীগের হয়ে কাজ করতে হবে।’
উপমন্ত্রী বলেন, ‘চৌফলন্ডীতে বেড়িবাঁধ সংস্কারের কারণে যে রাখাইন জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে তাদের একটা ব্যবস্থা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে এসে কাজ করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আওয়ামী লীগ সরকার কোনো ধর্মের মানুষের ক্ষতি করে উন্নয়ন করতে চায় না।’
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালীয় কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি উষাতন তালুকদার, সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত প্রমুখ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-