কোতোয়ালীতে ইয়াবাসহ টেকনাফের ফয়সাল গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট, ◑ কোতোয়ালী থানার সিনেমা প্যালেস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ মো. ফয়সাল (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করাহয় বলে জানান মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক অংসা থোয়াই মারমা।

গ্রেপ্তার মো. ফয়সাল (২১) কক্সবাজারের টেকনাফ ইসলামাবাদ এলাকার মো. ইউনুসের পুত্র।

পুলিশ পরিদর্শক অংসা থোয়াই মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিনেমা প্যালেস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ফয়সালকে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

আরও খবর