ডেস্ক রিপোর্ট ◑ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা এক যুবককে হবিগঞ্জ শহরে আটক করা হয়েছে।
আটক আজিজুল মোস্তফা উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের জাফর আহমেদের ছেলে। শুক্রবার সন্ধ্যায় শহরতলীর উমেদনগর টাইটেল মাদরাসা এলাকা থেকে তাকে আটক করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই শাহিদ মিয়া জানান, ওই রোহিঙ্গা যুবক তার বাবার অসুস্থতার জন্য সাহায্যের টাকা তুলতে ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। শনিবার পুলিশ হেফাজতে ক্যাম্পে ফেরত পাঠানো হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-