ডেস্ক রিপোর্ট ◑ সিলেটের বিশ্বনাথে চিকিৎসার নামে দীর্ঘ ১৭ মাস ধরে আটকে রেখে ১৯ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগে কমর উদ্দিন ওরফে চাঁন মিয়া (৫০) নামে এক ভণ্ড কবিরাজ ও তার স্ত্রী সুমি বেগমকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলা সদরের পার্শ্ববর্তী সরিষপুর এলাকার ‘সিফা তদবিরালয়ের’ মালিক কমর উদ্দিন ওরফে চাঁন মিয়া উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। দীর্ঘদিন থেকে তিনি সরিষপুরের আছদ্দর ম্যানশনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। স্থানীয়দের কাছে ‘ব্লাউজ মোল্লা’ হিসেবে বেশ পরিচিত তিনি।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে ভাড়া বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এসময় কবিরাজের বাসার একটি তালাবদ্ধ ঘর থেকে নির্যাতিতা তরুণীকে উদ্ধার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাদের দু’জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে কবিরাজ ও তার স্ত্রীকে অভিযুক্ত করে নির্যাতিতা তরুণীর মা বিশ্বনাথ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং ৪)।
তরুণীর মায়ের অভিযোগ, চিকিৎসার নামে অপচিকাৎসা দিয়ে বিভিন্ন তরুণীকে ওই কবিরাজ ধর্ষণ করেছেন। নানা রোগে আক্রান্ত হওয়া তার বড় মেয়েকে সুস্থ করতে পারবেন বলে চ্যালেঞ্জ করে দীর্ঘ ১৭ মাস ধরে আটকে নির্যাতন করেছেন তিনি।
বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, নির্যাতিত তরুণীর মা অভিযোগ দেওয়ার পর ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়ায় স্ত্রীসহ ওই কবিরাজকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-