শহিদুল ইসলাম, উখিয়া ◑
কক্সবাজারে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে এক রোহিঙ্গা নারী বিষপানে আত্নহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ইষ্ট -১এর বি ব্লকের বাসিন্দা শাহ আলম। দীর্ঘ আড়াই বছর পর্যন্ত বসবাস করে আছে। শাহ আলমের স্ত্রী তাসলিমা আকতার সাথে মাঝে মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত। তাসলিমা আকতার(২৩) শুক্রবার দুপুরে বিষ পান করেন। পাশ্ববর্তী লোকজন এগিয়ে প্রথমে ক্যাম্প অভ্যন্তরে থাকা ব্র্যাক হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য উখিয়া হাসপাতালে রেফার করেন।
মধুরছড়া পুলিশ ফাঁড়ির উপ -পরিদর্শক মোবারক হোসেন সত্যতা স্বীকার করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-