পলাশ বড়ুয়া ◑
উখিয়ায় সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ আহত হয়েছে আরো ৫জন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রত্নাপালং ইউনিয়ন পরিষদের সামনে ভালুকিয়াগামী অটোরিক্সা (কক্সবাজার-থ-১১-১৫২৯) ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। নিহত নারী ভালুকিয়া গ্রামের অমূল্য বড়ুয়ার স্ত্রী ঊষা বড়ুয়া (৩৮)।
নিহত ঊষা বড়ুয়া’র একমাত্র ছেলে মুন্না জানিয়েছে, তার বড় বোনের বিয়ে উপলক্ষে আত্নীয় স্বজনদের নিমন্ত্রণ করে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে তার মা।
সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি চালক মো: সোনালী (৪৫)। তাকে উদ্ধার করে স্থানীয় অরিজিন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়। অপরাপর আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।
এ প্রসঙ্গে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল মনসুর বলেন, কোটবাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় একজন নিহতের বিষয়টি শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-