চট্টগ্রাম ◑ নগরীর বায়েজিদ বোস্তামী থেকে ধর্ষণের অভিযোগে শীর্ষ সন্ত্রাসী অমিত মুহুরীর সহযোগী মো. মাসুদুল হাসান চৌধুরী প্রকাশ জিকুকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫’শ ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও টেনারী বটতল আছিয়া ম্যানশনের ষষ্ঠ তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বায়েজিদ থানার উপ পরিদর্শক গোলাম মোহাম্মদ নাসিম বলেন, ‘২০১৬ সালে বায়োজিদ এলাকার এক নারীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জিকুর পরিচয় হয়। এরপর জিকু ওই নারীর সাথে মাঝে মাঝে ম্যাসেঞ্জারে কথা বলত। গত ১৩ জানুয়ারি সে ওই নারীর বাসায় গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। সে বিভিন্ন সময় অমিত মুহরীর হুমকি দিয়ে ওই নারীকে জিম্মি করে। ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে তার বাসায় এসে তার স্বামী ও সন্তানকে অন্যরুমে আটকে রেখে তাকে ধর্ষণ করে। সে বিভিন্ন সময় অমিত মুহরীর হুমকি দিয়ে ওই নারীকে জিম্মি করে। ২ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি জিকু ওই নারীর বাসায় অবস্থান করে তাকে ধর্ষণ করে।’
‘‘বুধবার রাতে আসামি ওয়াশরুমে গেলে ওই নারী তাকে ঘরে তালা দিয়ে থানায় গিয়ে পুলিশকে বিয়য়টি জানায়। পরে পুলিশ গিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যমতে মো. হেলালকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। ’
‘‘জিকু অমিত মুহরীর সহযোগী ছিল। তার নামে কোতোয়ালী থানার একটি মামলা রয়েছে বরে জানান নাসিম।’’
‘‘আজ ওই নারী জিকুর নামে নারী নির্যাতন আইনে মামলা দায়ের করলে তাকে ওই আইনে ও হেলালকে মাদক আইনে গ্রেপ্তার দেখানো হয় বলে জানান তিনি।’’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-