নিজস্ব প্রতিবেদক : দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বলেছেন, কক্সবাজারের জীব বৈচিত্র রক্ষা করতে হবে। রোহিঙ্গা সংকটে পরিবেশের যে ক্ষতি হয়েছে তা পুঁষিয়ে আনতে কাজ করতে হবে। এর জন্য বৃক্ষ রোপন করা জরুরী। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করার জন্য চেষ্টা চলছে। প্রত্যাবাসন হলে পরিবেশ রক্ষা পাবে।
বৃহস্পতিবার কক্সবাজারে অনুষ্ঠিত রোহিঙ্গা ইস্যু কাজ পরিচালনাকারি সকল উন্নয়ন সহযোগী সংস্থা, জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে পর্যালোচনা সভা শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
বেলা সাড়ে ১১ টার দিকে কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে এ সভা শুরু হয়। সভা শেষ হয় বেলা আড়াই টার দিকে।
এসময় ডা: মো: এনামুর রহমান এমপি বলেছেন, নিরাপত্তা নিশ্চিত করতেই রোহিঙ্গা ক্যাম্পে কাটাতারের বেড়া স্থাপন করা হচ্ছে।
শরনার্থী,ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো: মাহবুবুল আলম তালুকাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম এমপি. সদস্য মাসুদ উদ্দিন এমপি, মীর মোস্তাক হোসেন এমপি, জুয়েল আরিফ এমপি, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-