উখিয়ায় মাইক্রো-ডাম্পার সংঘর্ষে যাত্রীসহ এনজিও সংস্থার গাড়ি খাদে

নিজস্ব প্রতিবেদক ◑

উখিয়ায় এনজিও সংস্থা ইউএনসিএইচআর (টাই) এর মাইক্রোবাস-ডাম্পার সংঘর্ষে ৮জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের সবাই এনজিও কর্মী।

৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) কক্সবাজার-টেকনাফ সড়কের হিজলীয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রোহিঙ্গা ক্যাম্পমুখী এনজিও সংস্থার গাড়ি ও বিপরীত দিক দিয়ে আসা ডাম্পারের সাথে সংঘর্ষ হয়। এতে রাস্তার কিনারা দিয়ে আসা এনজিও সংস্থার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। মাইক্রোবাস গাড়িতে থাকা সব এনজিও কর্মীরা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও খবর