নিজস্ব প্রতিবেদক ◑
টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে নবনির্মিত পুলিশ ফাঁড়ি উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।পুলিশ ফাঁড়ি ও অফিসার্স মেস বুধবার দুপুরে উদ্বোধন করেন।
৪ দিনের সফরে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্বপরিবারে মঙ্গলবার বিকেলে কক্সবাজার এসেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের মহাপরির্দশক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশ ফাঁড়ি ও পুলিশ অফিসার্স মেস উদ্বোধনী শেষে সেন্টমাটিনে রাত্রী যাপন করবেন এবং পরেরদিন ৬ফেব্রুয়ারি সেন্টমার্টিন ত্যাগ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের (আইজিপির) সাথে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম,অতিরিক্ত ডিআইজি মোঃ জাকির হোসনে খান পিপিএম, কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসনে বিপিএম (বার), টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতার্গণ প্রমুখ।
উল্লেখ্য,গত ১ফেব্রুয়ারি শনিবার কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসনে বিপিএম (বার) সেন্টমার্টিনে নব-নির্মিত পুলিশ ফাঁড়ি ও পুলিশ অফিসার্স মেস পরির্দশনে যান।
পরির্দশনকালে টেকনাফ মডেল থানার (ওসি) তদন্ত এবিএম দোহা,সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনর্চাজ পুলিশ পরির্দশক ফজলুল আলমসহ উপস্থিত অন্যান্যদের উদ্বোধনের বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।
২০১০ সালের ৩১ জানুয়ারি তৎকালীন পুলিশের (আইজিপি) নুর মোহাম্মদ সেন্টমার্টিন দ্বীপে নব-নির্মিত পুলিশ ফাঁড়ি ও পুলিশ অফিসার্স মেস নিমার্ন কাজের আনুষ্টানিক উদ্বোধন করেছিলেন। এর আগে ২০০৯-২০১০ অর্থবছরে পুলিশ বিভাগের বাস্তবায়নে ২১ লাখ ৫০হাজার টাকা চুক্তি মূল্যে সীমানা প্রাচীর নিমার্ন করা হয়েছিল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-