শহিদুল ইসলাম, উখিয়া ◑
কক্সবাজার -টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা যাত্রীবাহি বাস তল্লাশী চালিয়ে ২হাজার ৯শ ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জন কে আটক করতে সক্ষম হয়। বু্ধবার দুপুরে টেকনাফ থেকে কক্সবাজার গামী স্পেশাল বাসে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন, চট্রগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ গ্রামের কালা মিয়ার ছেলে মো:জাফর (৫১),জাফর আলমের স্ত্রী ফরিদা বেগম (৩৫)।
বুধবার বিকালে আটককৃতদের কক্সবাজারেরর রামু থানায় সোপর্দ্দ করা হয়। মরিচ্যা যৌথ চেকপোস্ট নায়েক মো: মালিকুল হাফিজ বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-