নিজস্ব প্রতিবেদক ◑
উখিয়া থানা পুলিশের হাতে অত্যাধুনিক বিদেশী ওয়ান শুটার গান ও ৫ রাউন্ড এ,কে ৪৭ রাইফেলের গুলিসহ এক সন্ত্রাসী আটক হয়েছে। আটক সন্ত্রাসী টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাসিন্ধা।
উখিয়া থানা পুলিশের ওসি আবুল মনসুরের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই প্রভাত কর ও এ এস আই ফখরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সোমবার বেলা ৩ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় চেকপোস্ট বসিয়ে টেকনাফ গামী একটি মটর সাইকেল থেকে আবু হোবাইব (২৫) নামের এক সন্ত্রাসীকে বিদেশী অত্যাধুনিক ওয়ান শুটার গান,৫ রাউন্ড এ,কে ৪৭ রাইফেলের গুলিসহ আটক করে।
আটক সন্ত্রাসী আবু হোবাইব টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ের উত্তর শিলখালী গ্রামের মকছুদুর রহমানের পুত্র। আটক সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে উখিয়া থানার ওসি আবুল মনসুর।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-