এসএসসি পরীক্ষার্থী নিয়ে বাস খাদে পড়ে আহত ৩০

অনলাইন ডেস্ক ◑
ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীদের বহনকারী একটি বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩০জন পরীক্ষার্থী আহত হয়েছেন। বাসটিতে ৫০জন শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়ার বাইপাইল থেকে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে একটি বাস ধামরাইয়ের কুশুরা এলাকায় দুটি স্কুল কেন্দ্রে যাচ্ছিলো। পরে বাসটি ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় পৌঁছালে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাইয়ের কালামপুর এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরও খবর